
		অনলাইন ডেস্ক: পুরান ঢাকার কোতোয়ালি থানার আহসান উল্লাহ রোডে চাঁদা আদায় কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
সোমবার বিএনপির দুই গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদসহ ২ জন আহত হন।
তাদের মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, আলাউদ্দিন ওরফে বোম আলার গ্রুপ চাঁদা তুলতে গেলে জাহিদ গ্রুপ বাধা দেয়। এতে সংঘর্ষ বাঁধে।
এসময় সবুজ নামে এক ইনভেলাপ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করা হয়।
মন্তব্য করুন