
		নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ খোলা রাখলে আওয়ামী লীগকে আজ কান্না করতে হতো না। এই দায় শেখ হাসিনাকে নিতে হবে।
মঙ্গলবার (১১ই মার্চ) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে গ্রোটার ইউরোপ বিএনপির আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলের তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি। তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে হত্যা, গুমসহ মানবতাবিরোধী কাজ করে গেছে। শেখ হাসিনা দলকে কবরে রেখে পালিয়ে গেছে। প্রয়োজনীয় সংস্কার শেষে সরকারকে নির্বাচন দেয়ার দাবিও জানান আব্দুস সালাম।
পর্তুগাল শাখা বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইটের সঞ্চালনায় ও জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মহিউদ্দিন জিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আরো অনেকে।
মন্তব্য করুন