
		নিজস্ব প্রতিবেদক: মিথ্যা মামলায় জড়ানো না হলে ডেসটিনির মাধ্যমে বিনিয়োগকারী ও রাষ্ট্র আর্থিকভাবে লাভবান হতে পারতো বলে জানিয়েছেন ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন।
শুক্রবার (১৩ই মার্চ) ডেসটিনি গ্রুপের বিনিয়োগকারী এবং ক্রেতা ও পরিবেশকদের নিয়ে রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ অডিটোরিয়ামে আয়োজন করা হয় মিলনমেলা ও ইফতার মাহফিলের তিনি এ কথা বলেন।
এতে প্রধান অতিথি ছিলেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন। এসময় আদালতের অনুমতি পেলে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেয়া শুরু হবে বলেও জানান তিনি।
শুভেচ্ছা বক্তব্যে দুঃসময়ে প্রতিষ্ঠানের পাশে থাকায় বিনিয়োগকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান মোহাম্মদ রফিকুল আমিন। তিনি বলেন, বিনিয়োগকারীদের টাকা ফেরত দেয়ার সক্ষমতা আছে ডেসটিনির। আদালত নির্দেশ দিলে কার্যক্রম শুরু হবে।
মামলা মোকদ্দমা না হলে ডেসটিনি গ্রুপের মাধ্যমে বিনিয়োগকারী ও সরকার আর্থিকভাবে লাভবান হতে পারতো বলেও জানান তিনি।আগামী দিনে নতুন পরিকল্পনা নিয়ে ডেসটিনি ব্যবসা পরিচালনা করবে বলেও জানান গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন।
এই আয়োজনে দীর্ঘ ১২ বছর পর প্রিয় অভিভাবক মোহাম্মদ রফিকুল আমীনকে কাছে পেয়ে উচ্ছসিত বিনিয়োগকারী ও সংশ্লিষ্টরা। ডেসটিনিকে নব উদ্যমে এগিয়ে নেয়ার কথা জানান তারা।
মন্তব্য করুন