মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

দেশে ভালোমন্দের দায়দায়িত্ব ৫০ ভাগ সাংবাদিকদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৭:২৫ পিএম

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন,দেশে ভালোমন্দের দায়দায়িত্ব ২৫ ভাগ রাজনীতিবিদদের, ৫০ ভাগ সাংবাদিকদের।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

মির্জা আব্বাস বলেন,"সাংবাদিকদের দায়-দায়িত্ব অনেক, অনেক, অনেক। নিজেকে ছোট্ট সাংবাদিক ভাবেন না। সাংবাদিক ছোট হতে পারেন, কিন্তু আপনার কলমের কালি এটা কিন্তু অনেক দামি। অসির চাইতে মসির জোর অনেক, এটা কোন কবি বলে গেছেন। অসির চাইতে মসির জোর অনেক। সুতরাং আপনাদের লেখা, আপনাদের বলা, আপনাদের কথা কথায় কিন্তু জাতির অনেক লাভ হবে।"

তিনি আরও বলেন,"আপনারা সকলে সাফার করছেন, কিন্তু বলছেন না, লিখছেন না। কেন লিখছেন না আপনারা? আজকে ঢাকা শহরটা ডুবে যায় বৃষ্টি হলে। কেন? এই ঢাকা শহরে আমার জন্ম হয়েছে, আমার বাবার জন্ম হয়েছে, আমার দাদার জন্ম হয়েছে। এই ঢাকা শহর রাস্তায় আমি সাঁতার কেটেছি। একটা সময় ছিল যখন রাস্তা ছিল পাঁচ ফিট নিচু। ”

তিনি বলেন,“এখন রাস্তায় পাঁচ ফুট উঁচু, তারপরও রাস্তা ডুবে যায়? আমি বলেছিলাম এই কথাগুলো, পরিচ্ছন্ন ভাষায়। এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। আমি কথা বলেছিলাম বসুন্ধরার বিরুদ্ধে, আমি কথা বলেছিলাম যমুনার বিরুদ্ধে, আমি কথা বলেছিলাম অনেক গুরুদর্শের বিরুদ্ধে। কিন্তু আপনারা লেখেননি। সাংবাদিকদের সাংবাদিকতা যদি সঠিক না থাকে, সুন্দর না হয়, ভালো না হয়, আর আমার কথাটা যদি আপনারা ঘুরিয়ে পিছিয়ে লেখেন, তাহলে দেশটা ক্ষতি হওয়ার সম্ভাবনা সমূহ।"

মির্জা আব্বাস সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,"দেশের ক্ষয়ক্ষতির কিংবা ভালো মন্দের দায়-দায়িত্ব রাজনীতিবিদরা ২৫ ভাগ বহন করে, আমি মনে করি এটা। ৫০ ভাগ বহন করে আপনাদের এই সাংবাদিকরা। অবস্থনিষ্ঠ সাংবাদিক যারা আপনারা করেন তাদের উপর নির্ভর করে। যদি আপনারা মিথ্যা সাংবাদিকতা না করেন, যদি আপনারা কারো দ্বারা প্রভাবিত না হয়ে সাংবাদিকতা না করেন, যদি সঠিক কথাটা বলেন, তাহলে দেশটা অনেক আগে বেড়ে যায়।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে