
		নিজস্ব সংবাদদাতা: রাজধানীর কদমতলী থানার কুসুমবাগ জামে মসজিদের পার্শে একটি পরিত্যক্ত বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে ছয় ডাকাতকে আটক করেছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পাঁচটি দেশীয় চাকু, চাপাতি, লোহার রেঞ্জ,একটি লোহার রড, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি বড় ছুড়ি ও ককটেল সদৃশ্য বস্তু জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. জামাল (৩২),মোঃ আরিফ হোসেন (২৮), মো. আকাশ (২৬), মোঃ ওমর ফারুক (৩০), মো. নাজমুল (২৫) এবং মো. মুরাদ রহমান খান(৩০)।
গ্রেফতার করা ছয়জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব দশের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক শামীম হাসান সরদার ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল বলে স্বীকার করেছে।
মন্তব্য করুন