মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বাজারে নতুন টাকার দাম আকাশ ছোঁয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১০:১৪ এএম

ফাহিম মোনায়েম: ঈদে পাওয়া যাবে না নতুন নোট, খোলা বাজারে আকাশ ছোঁয়া দাম। বিশেষ করে পাঁচ, দশ এবং বিশ টাকার বান্ডিলের জন্য বাড়তি গুনতে হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা। ১০ টাকা কিনতে হচ্ছে সাড়ে ১৪ টাকায়। বাড়তি দাম নেয়ায় ক্ষোভ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, বাড়তি দামে সংগ্রহের কারণে তাদেরকেও বেশিতে বিক্রি করতে হচ্ছে।

ঈদে নতুন পোশাকের পাশাপাশি নতুন নোট সংগ্রহ করে থাকেন অনেকে। শিশুদের ঈদ আনন্দের বড় অংশজুড়ে থাকে নতুন টাকা। তবে এবারের ঈদে নতুন নোট বাজারে আসছে না। এর প্রভাব পড়েছে নতুন নোট বিক্রির দোকানগুলোতে। এসব দোকান থেকে ক্রেতাদের সব ধরনের নতুন নোট কিনতে হচ্ছে আগের চেয়ে বাড়তি টাকায়।

রাজধানীর গুলিস্তান ও মতিঝিলে অধিকাংশ দোকানে ১০ টাকার নতুন নোট নেই। যেসব দোকানে রয়েছে, সেখানে বিক্রেতারা ১০ টাকার এক বান্ডিল নতুন নোটের জন্য ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৪৫০ টাকা চাচ্ছেন। অর্থাৎ একটি ১০ টাকার নতুন নোটের দাম পড়ছে সাড়ে ১৪ টাকা। অন্যদিকে ২০ টাকার ১০০টি নতুন নোটের বান্ডিলের জন্য চাওয়া হচ্ছে ২ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৪০০ টাকা। এবারের ঈদে নতুন নোট বাজারে আসবে না এমন খবরে দোকানগুলোতে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন এমন অভিযোগ নতুন টাকা প্রত্যাশিদের।

তাঁরা মূলত ছেঁড়া ও পুরোনো টাকার ব্যবসা করেন। এ ছাড়া রমজানের আগে নতুন নোট সংগ্রহ করে বিক্রি করেন। বিক্রেতারা জানান, বাংলাদেশ ব্যাংক নতুন নোট না ছাড়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে। যার প্রভাব বাজারে।

টাকায় শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় কয়েকটি পক্ষ থেকে আপত্তি উঠেছে। নতুন নকশার নোট বাজারে আসবে আগামী এপ্রিল-মে মাসে। যাতে স্থান পাবে জুলাই বিপ্লবের গ্রাফিতিসহ বিভিন্ন স্থাপনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে