
		নিজস্ব সংবাদদাতা: রাজধানীর গুলশান পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তদের গুলিতে এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুমন (৩৫)।পুলিশ জানায়, ইন্টারনেট ব্যবসায়ী সুমন গুলশানের পুলিশ প্লাজার সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় ৫-৬ জন সন্ত্রাসী বুকে, পেটে এবং মাথায় গুলি করে। পরে তাকে উদ্ধার করে রাত এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইন্টারনেট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। সুমনের বাড়ি রংপুরের মিঠাপুকুরে।
মন্তব্য করুন