
		নিজস্ব প্রতিবেদক: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ ফেরত আসলে কারো জানমালের নিরাপত্তা থাকবে না। তাই আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার নোফেল সোসাইটি আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো অন্তঃসংঘাত বন্ধ করলে সঠিক সময়ে নির্বাচন হবে। এর আগে হত্যাকারীদের বিচার ও সংস্কার দৃশ্যমান হবে বলেও জানান উপদেষ্টা।
তিনি বলেন, ৭২ ও ৭৫ সালে দিল্লী থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে এবং সেখান থেকে তাদের নিয়ন্ত্রণ করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে উল্লেখ করে সবাইকে প্রস্তুতি দেয়ার আহ্বানও জানান তিনি।
মন্তব্য করুন