
		নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআন নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’ এ বিশ্বসেরা হাফেজের মুকুট অর্জন করেছে ইন্দোনেশিয়ার মোহাম্মদ জাকি। আর দেশসেরা হয়েছেন নেত্রকোণার কিশোর হাফেজ মো. ইরশাদুল।
শনিবার (২২ মার্চ) বিকেলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়।
এ সময় দেশবরেণ্য আলেম আলেম, শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম ও মাদরাসার হাফেজরা উপস্থিত ছিলেন। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সর্বপ্রথম কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার দ্বিতীয় আসর সম্পন্ন হলো।
এতে বাংলাদেশ ছাড়াও ১৭টি দেশের হাফেজরা অংশ নেন। আয়োজনে চ্যাম্পিয়ানকে ১৫ লাখ প্রথম রানারআপকে ১০ লাখ এবং দ্বিতীয় রানারআপকে দেওয়া হয় ৭ লাখ টাকা।
এছাড়া প্রতিযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ে আরো তিনজন এবং জাতীয় পর্যায়ে সেরা আটজন এই পুরস্কার জিতেছেন। সারাদেশে ১১টি জোনে অন্তত ১০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা মুকুট অর্জন করেন ইন্দোনেশিয়ার মোহাম্মদ জাকি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে হাফেজ মো. জিহাদুল ইসলাম ও হাফেজ আব্দুর রহমান বিন নূর। চতুর্থ স্থানে হাফেজ মো. জুবায়ের আহমদ, পঞ্চম হাফেজ মো. শাহেদ আলম তারিফ, ষষ্ঠ হাফেজ মোহাম্মদ ইউসুফ আলী, সপ্তম হাফেজ মুহাম্মদ আফফান বিন সিরাজ এবং অষ্টম হাফেজ হন আব্দুর রাজ্জাক নোমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর হযরত মাওলানা মাহফুজুল হক। এসময় তিনি জানান, এমন আয়োজন তরুণদের রমজানের পবিত্রতা এবং কুরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে।
মন্তব্য করুন