
		নিজস্ব প্রতিবেদক: টিসিবির ট্রাকসেলে পণ্য পেতে হাহাকার অবস্থা সাধারণ মানুষের। নির্ধারিত সময়ে অনেকে পাচ্ছেন না পণ্য। ক্রেতাদের অভিযোগ, গাড়িতে পণ্য কম ও ভিন্ন জায়গায় বিক্রির। আবার ন্যায্যমূল্যের পণ্য নিতে প্রতিদিনই চলছে বিশৃঙ্খলা।
ঘণ্টার পর ঘণ্টা টিসিবির পণ্য নিতে রাস্তায় অপেক্ষা করেন নিম্ন আয়ের মানুষ। রাস্তায় দাঁড়িয়ে কারোর মাথায় হাত আবার কারোর রোদ থেকে বাঁচার চেষ্টা। তাদের অভিযোগ, প্রয়োজনমতো পণ্য পাওয়া যাচ্ছে না। খালি হাতেও ফিরতে হয় অনেককে।
অবশেষে টিসিবির ট্রাক নির্ধারিত জায়গায় আসতে না আসতেই চলন্ত গাড়ির পিছনে দাঁড়িয়ে নিজেদের জায়গা পোক্ত করছেন গ্রাহকরা। জীবনের পরোয়া না করে পণ্য পাওয়াটাই তাদের এখন মূল লক্ষ্য।
এখানেই শেষ নয়, টিসিবির ট্রাক ঘিরে লাইনে দাঁড়ানো নিয়ে চলছে তুমুল লড়াই। এমনকি ধাক্কাধাক্কি, মারামারিও হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। শুধু তাই নয়, জায়গায় দাঁড়ানো নিয়ে পুরুষ ও মহিলা সারিতে চলে এমন বিশৃঙ্খলা। লাইনে দাঁড়িয়ে আগে পণ্য নেয়া ও বিকল্প পথে নিতে নিয়ে দুর্দশায়ও পড়তে হয় কাউকে। কার আগে কে নিবে এমন অবস্থা। লাইনে দাড়াতে না পেরে সড়কেই বসে পড়েন অনেকে।
বিশৃঙ্খলা এড়াতে টোকেন পদ্ধতি চালু করে ট্রাকসেলাররা। টিসিবির ডিলার বলছেন, পণ্য নিয়ে প্রতিদিনই অভিযোগ থাকে। তবে, গোডাউন থেকে পণ্য নিয়ে আসতে দেরি হয়।
রমজানে ঢাকার ৫০টি জায়গায় প্রতিনিয়ত ট্রাক সেলের মাধ্যমে দেয়া হচ্ছে টিসিবির পণ্য।
মন্তব্য করুন