
		নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ভয়েস কল পরিচালনাকারী ইন্টারন্যাশনাল গেটওয়ে ব্যবসার আড়ালে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় হাজার কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় অ্যাপল গ্লোবালটেল ও ভিশন টেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসামি করে চার্জশিটের দাখিল করতে যাচ্ছে সংস্থাটি। এদিন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছ জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া দুদকের আবেদনের প্রেক্ষিতে বরখাস্ত ডিআইজি মোল্ল্য নজরুল এবং সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির স্থাবর-অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
পতিত আওয়ামী লীগ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। গেল জানুয়ারিতে তার তার বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ মামলা করে দুদক। তদন্ত পর্যায়ে এবার দুদকের আবেদনে আদালত চুমকির বনানীতে ফ্ল্যাটসহ ২ কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন।
একইভাবে বরখাস্ত ডিআইজি মোল্ল্যা নজরুল ইসলামের সম্পদ জব্দের নির্দেশনার পাশাপাশি দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব বিবরণীর তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। সেই সঙ্গে জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করা হয়েছে।
এদিন, আন্তর্জাতিক ভয়েস কল পরিচালনাকারী ইন্টারন্যাশনাল গেটওয়ে ব্যবসার আড়ালে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ১ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা দেশে না এনে পাচারের প্রমাণ পেয়েছে দুদক। এঘটনায় অ্যাপল গ্লোবালটেল ও ভিশন টেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসামি করে চার্জশিট দিয়েছে দুদক।
বিদেশ থেকে আসা ভয়েস কল গ্রাহকের কাছে পৌঁছে দেয়ার সেবাদানকারী অন্তত ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে সংস্থাটি।
মন্তব্য করুন