
		নিজস্ব প্রতিবেদক: পরাজিত ফ্যাসিবাদের দোসররা গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা পতিত সরকারের দোসররা ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন