
		অনলাইন ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতি করার সময় ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার ভোরে রাজধানীর ধানমন্ডি থানা এলাকার একটি ফ্লাট থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, ফরহাদ বিন মোশাররফ (৩৫), ইয়াসিন হাসান ইভান (২২), মোবাশ্বের আহমেদ (২৩) ও ওয়াকিল মাহমুদ (২৯),
পুলিশ জানায় রাজধানীর ধানমন্ডি থানা এলাকার আট নাম্বার রোডের ৩/১ বাসার ফ্লাটে ২০/২৫ জনের একটি ডাকাত দল র্যাবের পোশাক পরে ফ্ল্যাটের মালিক এম এ হান্নান (অলংকার নিকেতনের মালিক) এর বাসায় তল্লাশির কথা বলে বাসায় ঢুকে। এনময় তারা বাড়ির মালিককে জিম্মি করে, মালামাল তল্লাশি করে এবং নগদ দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে হাতিয়ে নেয়। এরপর একই বিল্ডিং এর তৃতীয় তলার ভাড়াটিয়া এম এ সোর্সিং নামক বায়িং হাউস এর মালিক মির্জা শামস আহাম্মেদের অফিস কক্ষে প্রবেশ করে আলমারির ভাঙচুর করে। এ সময় আলমারিতে থাকা ৪০ লক্ষ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় ডাকাত দলের চারজনকে বাড়ির লোকজন ঘেরাও দিয়ে আটক করে এবং তাদের গণধোলাই দেয়।
পরে খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে।
মন্তব্য করুন