
		অনলাইন ডেস্ক: ঈদের পরদিনও ঢাকা ছাড়ছেন অনেকে। মুলত যারা নানা কারণে ঈদের আগে ঢাকা ছাড়তে পারেনি তারাই আজ গ্রামের বাড়ি যাচ্ছে। তবে গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।
মঙ্গলবার (১ এপ্রিল) ঢাকার যাত্রাবাড়ী, কাজলা এলাকা ঘুরে অনেককে ঢাকা ছাড়াতে দেখা গেছে।
তারা জানান কেউ কর্মব্যস্ততার কারণে, কেউবা ভোগান্তি এড়াতে ঈদের পরদিন ঢাকা ছাড়ার সিদ্ধান্ত নেন। পুরো পরিবার, আত্মীয়-স্বজন নিয়ে অনেকে যাচ্ছেন।
বাসচালকের সহকারী জানান, এবার ঈদের সময় যাত্রীর চাপ খুব বেশি ছিল না। তবে আজও অনেকেই বাড়ি যাচ্ছেন।
ভাড়ার বিষয়ে জানতে চাইলে বলেন, ঈদের সময়, তাই ২০/৩০ টাকা বেশিই নিচ্ছি। ঈদ বলে কথা।
মন্তব্য করুন