
		নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ছুটির পর পুরনো রূপে ফিরেছে ঢাকা। খুলেছে সরকারি-বেসরকারি অফিস, আদালত ও ব্যাংক। কর্মস্থলে ফিরলেও এখনো রয়েছে ঈদের আমেজ। একে অন্যের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেছেন সহকর্মীরা। এদিকে, রোববারও জীবিকার তাগিদে রাজধানীমুখী হচ্ছে মানুষ। ফেরার পথেও ভোগান্তিবিহীন স্বস্তির যাত্রার কথা জানিয়েছে তারা।
ঢাকা ফিরেছে তার আপন রূপে। পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিন ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় দেশের অন্য সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো সচিবালয়েও ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। ঈদের ছুটির পর অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। একই চিত্র ছিলো ব্যাংক পাড়াগুলোতে। কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি ছিলো। সেই সাথে চলছে ব্যাংকিং কার্যক্রম।
এদিকে, পরিবার পরিজনের সাথে ঈদের লম্বা ছুটি শেষে কর্মের তাগিদে রোববারও ঢাকায় ফিরেছেন মানুষ। এদিন, রেল স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে দেখা যায় জন¯্রােত। তবে, উত্তরবঙ্গের ট্রেন বিলম্বে এসে পৌঁছায় কমলাপুর রেলস্টেশনে। অভিযোগ থাকলেও স্বস্তির ঈদযাত্রায় খুশি তারা।
সড়ক পথে রাজধানীমুখী যাত্রীর চাপ ছিলো চোখ পড়ার মতো। একের পর এক দূরপাল্লার বাস এসে ভিড়ছে যাত্রিদের নামিয়ে দেয়ার স্থানে। বাস থেকে নেমেই ব্যাগ বুঝে নিয়ে কারোর গন্তব্য অফিস, আবার কারোর শিক্ষা প্রতিষ্ঠানে। সড়কপথেও ছিলো খানিকটা অভিযোগ।
মন্তব্য করুন