মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পিলখানার সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১০:২৮ এএম

নিজস্ব প্রতিবেদক: চাকরি ফেরত ও পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। জাস্টিজ ফর বিডিআরের ব্যানারে রোববার পিলখানার গেট ও কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি থেকে, দ্রুত নিরাপধ বিডিআর সদস্যদের চাকরি ফেরত দেয়ার দাবি জানান ক্ষতিগ্রস্তরা।

আওয়ামী সরকার পতনের পর পিলখানা হত্যাকান্ডে বিনাপরাধে সাজা পাওয়া বিডিআর সদস্যরা তাদের ন্যায্য পাওনা ও চাকরি ফেরত পাওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এর অংশ হিসেবে জাস্টিজ ফর বিডিআর এর ব্যানারে রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচি থেকে পিলখানা হত্যাকান্ডে মূল রহস্য উদঘাটনের দাবি জানান ভুক্তভোগীরা। যাদের ষড়যন্ত্রে ১৬ বছরে মানবেতর জীবনযানপন করেছে জওয়ানরা, তাদের শাস্তির আওতায় আনতে হবে।

এদিকে একই দাবিতে জিগাতলা পিলখানার গেটের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এই ষড়যন্ত্রের মামলায় সাক্ষ্য না দেয়ায়, বিনা অপরাধে অনেককে সাজা দেয়া হয়েছে দাবি করে চাকরিতে পূনর্বহাল করতে বলেন তারা।

দ্রুত দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি দিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে