
		পুরান ঢাকা প্রতিনিধি: রাজধানীর হাজারীবাগের টেনারি মোড় চৌরাস্তায় এশিয়ান টিভির রিপোর্টার সোহেল আহমেদ এবং তার ছেলে সামিরের উপর হামলা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২ মে) বাদজুমা তল্লাবাগ মসজিদের সামনে এই ঘটনা ঘটে।সাংবাদিক সোহেল জানান, নামাজের পর মসজিদ থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে এই সময় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সামিরের উপর হামলা করে সন্ত্রাসীরা। তাদের বাঁধা দিলে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য হামলা করে।তিনি জানান, মুরগি নাসির, রহমান, সজীবসহ অজ্ঞাত ১০/১২ জন হামলায় অংশ নেয়। এদের অনেকের হাতে ও কোমড়ে দেশীয় অস্ত্র চাকু ও চাপাতি ছিলো।এলাকায় তারা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। এ বিষয়ে হাজারীবাগ থানায় একটি জিডি করা হয়েছে।
মন্তব্য করুন