
		নিজস্ব প্রতিবেদক : আফতাব নগর আবাসিক এলাকায় গরুর হাট বন্ধের দাবিতে সচেতন নাগরিক সমাজ মানববন্ধন করেছে। শুক্রবার জুম্মার নামাজের পর আফতাব নগরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তারা বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানে অস্থায়ী পশু হাটের ইজারা বিজ্ঞপ্তি দিয়েছে। পরিবেশ নষ্ট করে পশুহাট বসানোর বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।এসময় এই আবাসিক এলাকায় পশুর হাট না বসানোর আহবান জানান বক্তারা।গরুর হাট বসানো বন্ধের দাবি না মানলে প্রধান ফটক বন্ধ করে মানববন্ধন করার হুশিয়ারি দেন তারা।
মন্তব্য করুন