
		নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে এসেছে।ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটি থেকে ৩৫জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহতে রখবর পাওয়া যায়নি। সোমবার সন্ধ্যায় বহুতল ভবন ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেসমেন্টে আগুন লাগে। গত বছরের ২৯ ফেব্র“য়ারি বেইলি রোডে একটি ভবনে অগ্নিকাণ্ডে প্রাণ যায় ৪৬ জনের। এর একবছর দুই মাসের মাথায় আবারও একই এলাকার আরেকটি ভবনে আগুন লগে। সোমবার সন্ধ্যায় ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন লাগে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। আগুনের লেলিহান শিখা ভবনে ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়ে বেশ কয়েকজন। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করে পুলিশ ও সেনাবাহিনী। ঘণ্টাখানের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আহত অবস্থায় উদ্ধার করা হয় ৩৫ জনকে।ফায়ার সার্ভিসের ডিরেক্টর (অপারেশন্স) তাইজুলইসলাম জানান, মার্কেটের বেজমেন্টের জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পর আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মন্তব্য করুন