
		পুরান ঢাকা সংবাদদাতা: সেনা সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে মোহাম্মদ ওলি (৬০) নামে এক ভুয়া সেনা সদস্যকে আটক করা হয়েছে। তার কাছ থেকে সামরিক বাহিনীর পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ মে) রাজধানীর কামরাঙ্গীরচরের মাতব্বর বাজার এলাকা থেকে তাকে আটক করে আজিমপুর সেনা ক্যাম্পের সদস্যরা।
সেনা সদস্যরা জানায়, সিয়াম নামে এক চাকরি প্রত্যাশী কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নেয়ার অভিযোগ পেয়ে মোহাম্মদ ওলিকে আটক করা হয়। তিনি নিজেকে ৫৭ ফিল্ড কোম্পানি ইঞ্জিনিয়ার্স এর সাবেক কর্মী বলে দাবি করলেও কোন কাগজপত্র দেখাতে পারেনি।
পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে আরো বেশ কয়েক জনের কাছ থেকে টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম হাতিয়ে নেন তিনি। পরে তাকে কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন