
		নিজস্ব প্রতিবেদক: আন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের পর আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়টি সোমবার (১২ মে) কমিশন বৈঠকে চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ সদস্যের কমিশন সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেবে।
ইসি সূত্র জানায়, গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দলটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা পর্যায়ের অফিসগুলো বর্তমানে পরিত্যক্ত, অনেক জায়গায় ভবঘুরে ও মাদকসেবীরা অবস্থান করছে।
ইসির ভাষ্য অনুযায়ী, আইন অনুযায়ী সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় না থাকলে, কিংবা দলটি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হলে ইসি সেই দলের নিবন্ধন বাতিল করতে পারে।
বর্তমানে রাজধানীর গুলিস্তানে (বিলুপ্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউ) দলটির প্রধান কার্যালয়ও একরকম অচল অবস্থায় পড়ে রয়েছে।
এর আগে, শনিবার (১০ মে) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সেইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে দলীয় বিচারের পথও উন্মুক্ত করা হয়েছে। এখন বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে, এমন নির্দেশনার অপেক্ষায় রয়েছে ইসি।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, ‘গেজেট প্রকাশ হলেই আমরা বৈঠকে বসব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমরা কেবল নিবন্ধন বাতিল করতে পারি, কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকারের।’
নিবন্ধন বাতিলের আইনি ভিত্তি ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২’ অনুযায়ী দেওয়া হয়েছে। এর ধারা ৯০জ(১)(খ) অনুযায়ী, যদি কোনো দল সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হয়, তাহলে তার নিবন্ধন বাতিল করতে পারে ইসি।
এছাড়াও- দলটির সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় না থাকা, ধারাবাহিকভাবে তিন বছর ইসি-কে তথ্য না দেওয়া, দুইটি জাতীয় নির্বাচনে অংশ না নেওয়া, দলীয় গঠনতন্ত্রের শর্ত লঙ্ঘন, এসব কারণে দলটির নিবন্ধন বাতিল হতে পারে।
বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। আওয়ামী লীগের পতনের পর নতুনভাবে নিবন্ধন পেয়েছে গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি ও বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি।
এর আগে ২০০৮ সালে চালু হওয়া নিবন্ধন ব্যবস্থায় ৫৫টি দল নিবন্ধন পেলেও শর্ত না মানায় এখন পর্যন্ত ৫টি দলের নিবন্ধন বাতিল করেছে ইসি।
মন্তব্য করুন