
		নিজস্ব প্রতিবেদক: দিনভর গরমে অতিষ্ঠ ছিলো রাজধানীবাসী। কোথাও ছিলো না স্বস্তি। রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কয়েকটি এলাকায় বৃষ্টি হয়েছে। এতে কিছুটা স্বস্তি মিলছে মানুষের মাঝে।
সন্ধ্যার পরই বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যায়। বাতাসে ঠান্ডা অনুভূতি থাকায় তখন থেকেই স্বস্তি মিলতে থাকে। তবে বৃষ্টি শুরুর আগে বজ্রপাত হয়। এদিকে, দুপুরের পর জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি হয়েছে। কালবৈশাখি ঝড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর এসেছে।
রোববার (১১ মে) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। ঢাকায় রেকর্ড করা হয় ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, যা বছরের সর্বোচ্চ।
মন্তব্য করুন