মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সাম্য হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৯:২৬ এএম

নিজস্ব প্রতিবেদক : ছাত্রদল নেতা ও ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শুক্রবারও উত্তাল শাহবাগ। এইদিনসকালে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় প্রশাসনকে সাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। অন্যথায় পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার গভীর রাতে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ক্ষোভ আর প্রতিবাদে শুক্রবারও উত্তাল শাহবাগ। সাম্য হত্যার সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাজু ভাস্কর্য থেকে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীর।

এইদিন সকাল ১১ টায় প্রখর রোদের মাঝেও রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে সাম্য হত্যার বিচার চায় তারা। তিন দিন চলে গেলেও হত্যকারীদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা।

আন্দোলন কর্মসূচি থেকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। এরমধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে হুঁশিয়ারি দেন কঠোর আন্দোলনের।

সাম্য হত্যার সুষ্ঠু বিচারের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান শিক্ষার্থীরা।

পরে তারা মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করে। সাম্যর হত্যাকারীদের গ্রেফতার না হওয়ায় পুলিশের গড়িমশিকে দায়ী করেন আন্দোলনকারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে