মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সেবা দিয়েই জনগণের মন জয় করতে হবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০২:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক: জনগণের কাঙ্ক্ষিত আইনানুগ সেবা প্রদানের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘এদেশের মানুষের জন্য ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।’

রোববার (১৮ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’ শেষে এক বক্তব্যে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

প্যারেডে সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম। শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও বাহিনীর শৃঙ্খলা জোরদারে আয়োজিত এই বর্ণাঢ্য প্যারেডে অংশ নেয় ডিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যরা।

ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী। এখানে শৃঙ্খলা পরিপন্থী এবং আইন ও বিধির বাইরে কোনো কাজ করার সুযোগ নেই। মাস্টার প্যারেডের উদ্দেশ্যই হলো শৃঙ্খলা নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ‘আপনারা সপ্তাহে একদিন নিজ নিজ কর্মস্থল পরিষ্কার করবেন। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে আমরা ডিএমপিকে একটি আধুনিক, গতিশীল এবং জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে পারব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে