
		নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেছেন, রাজউক, পিডব্লিউডি, গৃহায়নসহ গণপূর্ত মন্ত্রণালয়ের চিহ্নিত দুর্নীতিবাজদের জামাই আদর করছেন উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেছেন, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা অধিকার নামক মানবাধিকার এনজিওর প্রধান হওয়া সত্ত্বেও বাংলাদেশের বৃহত্তম ৭৯টি বহুতল ভবনের ৬,৬৩৬ জন অ্যাপার্টমেন্ট মালিকদের অধিকার হরণ করেছেন। শনিবার (২৩ ই মে) উত্তরায় রুয়াপ সোসাইটির ৭৯ টি বহুতল ভবনের ৬৬৩৬ টি ফ্ল্যাটের মালিকদের মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মোশাররফ হোসেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, শরীফ আহমেদ, ঠিকাদার এনা প্রপার্টির এনামূল হক, তমা কনস্ট্রাকশনের মাফিয়া মানিকের কঠোর বিচার দাবি করেন। বর্তমান উপদেষ্টা আদিলুর রহমান খানের উদাসীনতা ও রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচার দাবি করা হয়।
এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ ড. হামিদুর রহমানের সভাপতিত্বে ফ্ল্যাট মালিকদের পক্ষে বক্তব্য রাখেন, সাবেক সচিব হাবিবুর রহমান হোসাইনী, ডাঃ মো. শাহজাহান সিরাজ, নাসিরুজ্জাম মিয়া, আবু হেনা মোস্তফা কামাল, দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির দপ্তর সম্পাদক ড. প্রকৌশলী লুৎফর রহমান, দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক সাবেক বানিজ্য উপদেষ্টা শওকত আলী খান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, প্রকৌশলী মোজাম্মেল হক প্রমুখ।
প্রায় ৫০ লক্ষ বিশাল এই জনগোষ্ঠীর জন্য প্রকল্পে কবরস্থান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, ডাকঘর, ব্যাংক, মার্কেট, কমিউনিটি সেন্টারসহ ২০ দফা দাবি জানানো হয়।
মন্তব্য করুন