
		সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন ও একাত্মতা জানিয়েছে ‘বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’। মঙ্গলবার (২৭ মে) সংগঠনের সদস্য সচিব কাজী মেরাজ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা, মৌলিক অধিকার পরিপন্থি ও অসাংবিধানিক ‘কালো আইন’ বাতিলের দাবিতে কেন্দ্রীয় সচিবালয়সহ গোটা বাংলাদেশে সরকারি কর্মচারীগণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ‘বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’ তাদের আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন ও একাত্মতা ঘোষণা করেছে।
ঐক্য ফোরামের পক্ষ থেকে বলা হয়, ২৭ মে তারিখে সংগঠনের সিনিয়র কর্মকর্তারা সচিবালয়ে বৈধ পাশসহ প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এই ঘটনাকে বিধিবহির্ভূত নিষেধাজ্ঞা হিসেবে আখ্যা দিয়ে সংগঠনটি তীব্র ঘৃণা, নিন্দা ও প্রতিবাদ জানায় এবং স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে এ বিষয়ে ব্যাখ্যা দাবি করে।
মন্তব্য করুন