
		বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও, বিভিন্ন মন্ত্রণালয়সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের অপসারণ না করায় মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করছে ‘জুলাই ঐক্য’।
মঙ্গলবার শাহবাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া সংগঠনগুলোর জোট ‘জুুলাই ঐক্য’র নেতাকর্মীরা।
এসময় শিক্ষা ভবনের সামনে মিছিলটি পৌঁছালে পুলিশের বাঁধার মুখে পড়ে। সেখানে অবস্থান নিয়ে বিক্ষুব্ধরা জানায়, শেখ হাসিনার দোসর ৪৪ কর্মকর্তা এখনও বহাল তবিয়তে রয়েছে। অবিলম্বে তাদের অপসারণ করতে হবে।
মন্তব্য করুন