
		প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে শেকড়ে ফিরছে রাজধানীর মানুষ। ছুটি শুরুর আগের দিন সড়ক ও রেলপথে বেড়েছে যাত্রীর চাপ। তবে, এবারও ভোগান্তি ছাড়াই ট্রেনে উঠতে পেরে খুশি যাত্রীরা। বাস টার্মিনালগুলোতে তুলনামূলক ভিড় কম। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পরিদর্শনে এসে স্বরাষ্ট উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা নেয়া হয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঈদের টানা লম্বা ছুটি। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। বুধবার কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের চাপ ছিল চোখে পড়ার মতো।
তবে, ভিড় থাকলেও পরিবার নিয়ে স্বস্তিতে ট্রেনে উঠতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, ঈদ উপলক্ষে ছাড়া বিশেষ ট্রেনে একটু দেরি হলেও বাকিগুলো সময় মেনেই ছেড়ে যাচ্ছে।
রাজধীর মহাখালী বাস টার্মিনালে যাত্রীর চাপ ছিল কিছুটা কম। বাস টার্মিনালে চাপ কম থাকায় সহজেই টিকিট পাচ্ছেন যাত্রীরা। যদিও অভিযোগ আছে বাড়তি দাম নেয়ার।
বুধবার বিকেলে মহাখালী বাস টার্মিনালে পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
মন্তব্য করুন