
		শেষ দিনে জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে বেড়েছে বেচাকেনা। ঢাকার অস্থায়ী অনেক হাটে গরুর সরবরাহ কম থাকায় শেষ হয়েছে বিক্রিও।
তবে রাজধানীর স্থায়ী ও বড় হাটগুলোতে পর্যাপ্ত পশু নিয়ে ক্রেতায় অপেক্ষায় ব্যাপারীরা। কাঙ্খিত দাম না পাওয়ায় এখনো অনেক গরু বিক্রি করতে পারছেন না তারা। ক্রেতারা বলছেন শেষ দিনে কিছুটা চড়া দাম হাকাচ্ছেনা ব্যাপারীরা।
ঈদ উল আযহার দিনে পশু কোরবানীই মুসলমানদের মূল আনুষ্ঠানিকতা। রাজধানীতে সামর্থবান প্রায় সবাই পছন্দের পশু কিনতে ভিড় করছেন ঢাকার স্থায়ী ও অস্থায়ী পশুরহাটগুলোতে। শেষ দিনে কোরবানি পশু কিনতে নগরবাসীর ব্যস্ততা আরো বেশি।
রাজধানীর ২০টির মধ্যে অস্থায়ী ছোট পশুরহাটের গরু বিক্রি অনেকটাই শেষ হয়ে গেছে। ক্রেতাও নেই বললেই চলে। তবে স্থায়ী ও বড় হাটগুলোতে পর্যাপ্ত গরু নিয়ে ব্যাপারিরা এখনো অপেক্ষায় ক্রেতার।
অনেক ব্যাপারী কাঙ্খিত দাম না পেয়ে বিক্রি করতে পারেননি গরু। আরো কয়েক ঘন্টা সময় থাকায় এখনো তারা আশাবাদী, কাঙ্খিত দামেই গরু বিক্রি করে বাড়ি ফিরতে পারবেন।
অন্যদিকে, এখনো যারা কোরবানির পশু কিনতে পারেননি, তারা পছন্দের গরু কিনতে ছুটছেন এক হাট থেকে আরেক হাটে। দাম চড়া হলেও কোরবানির জন্য কিনতে হবে পছন্দের পশুটি। তাই শেষ মুহূর্তে কেনা বেচাও বেড়েছে হাটগুলোতে।
হাটগুলোতে গরুর পাশাপাশি প্রচুর সংখ্যক ছাগলও বিক্রি হচ্ছে। ছোট বড় আকারে ছাগলের বিক্রিও বেড়েছে বলে জানান ব্যাপারীরা।
মন্তব্য করুন