
		রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার (১২ জুন) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি। ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী শনিবার (১৪ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে। প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট ও জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (১ ও ২) এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখভাগ এলাকায় এ নিষেধাজ্ঞা প্রযোজ্য। ডিএমপি যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ণ ঘটানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়। কেউ এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এ সিদ্ধান্তের মাধ্যমে ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা ও সাধারণ জনগণের চলাচল স্বাভাবিক রাখার ওপর জোর দিয়েছে পুলিশ প্রশাসন।
মন্তব্য করুন