মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

রাজধানীতে মাদক কারবারিদের গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ, আটক ৩

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১০:২২ এএম

রাজধানীতে অভিযানকালে মাদক কারবারিদের গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। ১৮ জুন বুধবার রাত পৌনে একটার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত দিকে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন লালবাগ ডিবি পুলিশের এএসআই আতিক হাসান ও কনস্টেবল সুজন। এর মধ্যে আতিক হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনায় একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে ডিবি পুলিশের টিম মাদক কারবারিদের একটি গাড়ি গতিরোধ করে, এ সময় মাদক কারবারিরা তাদের সাথে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এএসআই আতিকের পেটে এবং কনস্টেবল সুজনের পায়ে গুলি লাগে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মাসুদ আলম জানান, ডিবি পুলিশের গুলিবিদ্ধ দুই সদস্যকে রাতে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনার পর এএসআই আতিককে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার (ওসেক) ইউনিটে ভর্তি করা হয়। কনস্টেবল সুজনকে ভর্তি করা হয় ১০১ নম্বর ওয়ার্ডে। চিকিৎসকরা জানিয়েছেন, আতিক হাসানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

লালবাগ বিভাগের ডিবির সিনিয়র সহকারী কমিশনার এনায়েত কবির শোয়েব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছিল। সে সময় মাদক কারবারিরা হঠাৎ গুলি চালায়। আমাদের দুই সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে