
		নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট সরকারের মত অন্যায়ভাবে বর্তমান সরকার প্রকল্পের ১ হাজার ৯৬৮ জন নারীকে চাকরিচ্যুতির করতে চাচ্ছে , বর্তমান সরকার ক্ষমতায় এসেছে বৈষম্য নিরসনের জন্য কিন্তু তারা বিগত সরকারের মতো আচরণ করছে, এই মন্তব্য করেছেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার।
শনিবার ২১জুন জাতীয় প্রেসক্লাবের সামনে তথ্য আপা অবস্থান কর্মসূচির ২৫ তমদিনে তাদের অবস্থান কর্মসূচি সার্বিক বিষয়ে খোঁজ নিতে এসে অবস্থান কর্মসূচি আন্দোলনরত তথ্য আপা সমন্বয়ক ও কর্মীদের তিনি এ কথা বলেন।
মোহাম্মদ অলিদ তালুকদার বলেন : আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা তৈরি হয়। এই প্রকল্পের কর্মীরা আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত বলে‘ তাদেরকে অহেতুক মিথ্যা আওয়ামী ট্যাগ’ লাগিয়ে অন্যায়ভাবে সরকার একদল মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তা গ্রহণযোগ্য নয়। আগামী তিনদিনের মধ্যে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানাই।
মোহাম্মদ অলিদ তালুকদার আরোও বলেন - আগামী তিনদিনের মধ্যে'ই মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ‘তথ্য আপাদের’ যৌক্তিক দাবিগুলোর বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানে আসার আহ্বান জানাচ্ছি। ‘তথ্য আপারা দিনের পর দিন বসে আছেন। অথচ অবাক হচ্ছি, তাঁদের কথাগুলো কেউ আমলে নিচ্ছেন না। ১০-২০ হাজার নারী গিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করলে তখন আমরা দেখব দেশি ও আন্তর্জাতিক মিডিয়া আসবে। কেউ বোতল ছুড়ে মারলে দাবি আদায় হবে। এই সংস্কৃতি কেন?’
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে লাখ লাখ কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। কিন্তু তথ্য আপা প্রকল্প নিয়ে বড় কোনো দুর্নীতির খবর পাওয়া যায়নি। এই প্রকল্পের মাধ্যমে তথ্য আপারা প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতেন। প্রকল্প সফল হয়েছে বলেই তা তৃতীয় মেয়াদে নেওয়া হচ্ছে। তৃতীয় মেয়াদে তথ্য আপাদের অভিজ্ঞতার মূল্যায়ন করা হচ্ছে না। এই সরকার একটা কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছে এমন তথ্য নেই, বরং বেকারত্ব বাড়ছে, সামাজিক সুযোগ নিয়ে হতাশা দেখা যাচ্ছে।
মন্তব্য করুন