
		‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত সংস্কার ঐক্য পরিষদ। রোববার রাতে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ (বিসিআই) কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার।
তারেক রিকাবদার বলেন, আমরা দেশের ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অবস্থা বিবেচনা করে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।
সভাপতি জানান, তেজগাঁওয়ে বিসিআই কার্যালয়ে বৈঠকে বিসিআই’র সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরীসহ দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন