মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৩:০৭ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৩:১১ পিএম

ঢাকার কেরানীগঞ্জের মডেল থানাধীন তারানগর ইউনিয়নের কাঠালতলীতে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২ জুলাই) রাতে ডাকাতদল বাড়ীতে প্রবেশ করে নগদ সাত লাখ টাকা, প্রায় আট ভরি স্বর্নলংকারসহ মূল্যবান মালমাল লুন্ঠন করে নিয়ে যায়।

প্রবাসী আব্দুল আজিজ জানান, বুধবার রাত আনুমানিক তিনটার দিকে ৭/৮ জন ডাকাত বাড়ির ছাদ বেয়ে বাসায় প্রবেশ করে। রুমের দরজা খোলা থাকায় কিছু বুঝার আগেই ডাকাত দল আমাদের সকলকে অস্ত্রেরমুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।

এসময় অস্ত্রের ভয় দেখিয়ে আলমিরার চাবী নিয়ে নেয়। বাড়ির আসবাবপত্র তছনছ করে আলমিরাতে রাখা নগদ ৭ লাখ টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালংকারসহ বাড়িতে থাকা মোবাইল ফোনসহ মূল্যবান জিনিস পত্র লুট করে নিয়ে যায়।

সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইডি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছেন বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান।

কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানিয়েছেন, পরাধীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতদের শনাক্ত করার কাজ চলছে। খুব শিগগিরই এই ঘটনার রহস্য উদঘাটন করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে