মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরসনে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

ঢাকায় ‘পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরসনে রেমেডিয়াল এডুকেশন’ শীর্ষক এক মতবিনিময় সভা আজ ৩ সেপ্টেম্বর বুধবার রাজধানীর মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।গণসাক্ষরতা অভিযান আয়োজিত ওই মতবিনিময় সভায় সহযোগিতায় ছিল সেভ দ্য চিলড্রেন।

মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাস। সভায় রেমেডিয়াল এডুকেশনের সারসংক্ষেপ উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেনের প্রজেক্ট ডিরেক্টর (এডুকেশন) শাহিন ইসলাম।

সভায় অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিইডিপি-৪ এর উপ-পরিচালক ফরহাদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর অধ্যাপক শাহ শামিম আহমেদ এবং বাংলাদেশ ক্যাথলিক এডুকেশন বোর্ডের সাধারণ সম্পাদক ও অভিযানের কোষাধ্যক্ষ জ্যোতি এফ গোমেজ।

সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি তাঁদের কার্যক্রম তুলে ধরেন। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার মোফাখখেরুল ইসলাম, রুম টু রিড এর অ্যাডভোকেসি ম্যানেজার হাফিজুর রহমান, এডুকোর প্রোজেক্ট ম্যানেজার শরিফুল আলম, নেটজ বাংলাদেশ এর পক্ষ থেক আনন্দলোক ট্রাস্টেরর নির্বাহী পরিচালক সামসুল হুদা, সেভ দ্য চিলড্রেন এর ইসিই প্রকল্পের সিনিয়র ম্যানেজার তাহসিনা তায়মুর এবং গণসাক্ষরতা অভিযানের সিনিয়র ম্যানেজার আব্দুল কুদ্দুছ প্রিন্স।

উন্মুক্ত আলোচনায় শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা কর্মকর্তা, গবেষক, অভিযান কাউন্সিল ও এডুকেশন ওয়াচ সদস্য এবং দেশি বিদেশি সংস্থার উন্নয়নকর্মীরা নিজেদের অভিজ্ঞতাসহ সুপারিশ তুলে ধরেন। সভায় অর্ধশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে