
		পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছোট ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ সে তার নিকেতন এলাকা থেকে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা তাকে আটক করে। তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি জানান, ‘আমরা অভিযান চালিয়ে নিকেতন এলাকা থেকে শাহেদকে আটক করেছি। তার মোবাইলে ঢাকায় হওয়া মিছিলের বিভিন্ন দিক নির্দেশনামূলক তথ্য পাওয়া গেছে।’
ওসি হাফিজুর আরও জানান, ‘শাহেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সব বিষয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’
মন্তব্য করুন