
রাজধানীতে ‘সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র কার্যকরি কমিটির অভিষেক উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গুণীজন সম্মাননা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা’র নবনির্বাচিত কার্যকরি পরিষদের সদস্যদের সংবর্ধনা, সোনাতলা উপজেলার গুণী ব্যক্তিদের সম্মাননা এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে ওই অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত বগুড়া তথা সোনাতলাবাসী এবং তাদের পরিবারের সদস্যদের মিলনমেলায় পরিণত হয়।
জমকালো ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট রবিউল হোসেন রবি। সাধারণ সম্পাদক এ এইচ এম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি ঢাকা’র সিনিয়র সহ-সভাপতি আ ফ ম জিন্নাতুল ইসলাম তপন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান দিপু, এলজিইডি’র এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার এবিএম রেজাউল বারী, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম টিটু, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সহ-সভাপতি ড. আহসান হাবিব রুবেল।
এছাড়া সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি ঢাকা’র সহ-সভাপতি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের ডিজিএম এ কে এম আল্লামা ইকবাল, শামীম হোসেন, সৈয়দ আহসান হাবীব আলোক, ফজলে ইলাহী মুসা, সিনিয়র সহকারী জজ আরিফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী একেএম লুৎফুল বারী মুকুল, শফিকুল ইসলাম শফিক, সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মঞ্জুর জনি, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সবুজ, দপ্তর সম্পাদক আনারুল ইসলাম লাবুসহ ঢাকায় অবস্থানকারী সোনাতলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র নতুন কার্যকরি কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা’র নবনির্বাচিত কার্যকরি পরিষদকে সংবর্ধনা, সোনাতলা উপজেলার গুণী ব্যক্তিদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা।
মন্তব্য করুন