
		রাজধানীর ফার্মগেটে হলিক্রস কলেজের গেটের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই তেজগাঁও থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী শামীম নামের এক হকার বলেন, হঠাৎ বিস্ফোরণের শব্দ পান তিনি। এরপর ধোয়া দেখতে পান। পরে লোকজন দৌড়াদৌড়ি করে নিরাপদে চলে যান।
চার্চের নিরাপত্তাকর্মীরা পুলিশকে জানিয়েছেন, দুজন লোককে ককটেল ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন তারা।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন