
		ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা) পঞ্চম বারের মতো বর্ণাঢ্য মেগা রিইউনিয়ন করতে যাচ্ছে। আগামী শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দিনভর সংগঠনটি ওই রিইউনিয়ন উদযাপন করবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। বিশেষ অতিথি প্রক্টর ড.সাইফুদ্দিন আহমেদ এবং আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।
ডুফা সভাপতি অধ্যাপক মাহবুব কায়সার ও সাধারন সম্পাদক দেলোয়ার হোসেনের উদ্যোগে শুক্রবার সকাল ৯ টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য এক র্যালির মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রায় আড়াই হাজার ডুফা সদস্য ও তাদের পরিবারের সদস্যরা দিনব্যাপী আকর্ষণীয় এ অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে দেশি-বিদেশী নানা খাবার ও আকর্ষণীয় উপহার বিনিময় হবে। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্টেজ মাতাবেন দেশ বরেণ্য শিল্পী ফেরদৌস ওয়াহিদ। থাকবে ডুফার নিজস্ব শিল্পীদের নাচ, গান ও ফ্যাশন শো। নানা পরিবেশনায় অংশ নিতে ডুফার বিভিন্ন উপ কমিটির সদস্যরা নিয়মিত রিহার্সাল করে যাচ্ছেন। বন্ধুদের মধ্যে পারস্পরিক দেখা সাক্ষাত, পুরনো দিনের আড্ডা, স্মৃতিচারণ এ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করবে, এমনটাই আশা করছেন আয়োজকরা।
নিবন্ধন উপকমিটির তথ্য সুত্রে জানা যায় প্রায় এক হাজার ডুফা সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ অন্তত আড়াই হাজার সদস্য এতে অংশ নেবেন। অনুষ্ঠান উপলক্ষ্যে সুদৃশ্য স্মরণিকা প্রকাশ করা হচ্ছে। বিশেষ এই আয়োজনের টিভি মিডিয়া পার্টনার বৈশাখী টেলিভিশন ও সংবাদপত্র পার্টনার ডেইলি টাইমস অব বাংলাদেশ।
মন্তব্য করুন