মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ঢাকায় বায়ুদূষণ রোধের নির্দেশনা তিন সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ পিএম

ঢাকার বায়ুদূষণ রোধে ছয় বছর আগে হাইকোর্ট যেসব নির্দেশনা দিয়েছিলেন, আগামী তিন সপ্তাহের মধ্যে সেই সব নির্দেশনা বাস্তবায়ন করে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বন ও পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ ১১ বিবাদীকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এসংক্রান্ত এক সম্পূরক আবেদনে প্রাথমিক শুনানির পর বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনতাসির উদ্দিন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী মো. শাহজাহান, দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে আইজীবী খসরুজ্জামান এবং ফায়ার সার্ভিসের পক্ষে শুনানি করেন আইনজীবী মুরশিদ আক্তার।

ঢাকার বায়ুদূষণ রোধে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ২০১৯ সালে জনস্বার্থে রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানির পর ওই বছর ২৮ জানুয়ারি রুলসহ আদেশ দেন হাইকোর্ট।

ঢাকা শহরে বায়ুদূষণের কারণ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সপ্তাহে দুবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। রাজধানীর যেসব জায়গায় উন্নয়ন ও সংস্কারকাজ চলছে, সেসব জায়গা ১৫ দিনের মধ্যে এমনভাবে ঘিরে ফেলতে নির্দেশ দেওয়া হয়, যাতে শুষ্ক মৌসুমে ধুলাবালি ছড়িয়ে বায়ুদূষণের মাত্রা বাড়াতে না পারে। সেই সঙ্গে ‘ধুলাবালিপ্রবণ’ এলাকায় দিনে অন্তত দুবার পানি ছিটানোর ব্যবস্থা করতে সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়।

ঢাকা শহরের বায়ুদূষণ রোধে প্রশাসনের ‘নিষ্ক্রিয়তা’ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ঢাকা শহরের বায়ুদূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না—সে ব্যাখ্যাও জানতে চাওয়া হয় সংশ্লিষ্ট ১১ বিবাদীর কাছে।

পরে এ বিষয়ে চূড়ান্ত শুনানি করে ওই বছর ২৬ নভেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে ঢাকা ও এর আশপাশের এলাকার বায়ুদূষণ কমাতে অভিন্ন নীতিমালা প্রণয়নে পরিবেশ সচিবের নেতৃত্বে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ এলাকার অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেন আদালত। প্রয়োজনে অতিরিক্তি লোকবল নিয়োগ করে রাস্তা, ফুটপাত, ফ্লাইওভার, ওয়াকওভারে জমিয়ে রাখা বা জমে থাকা ধুলাবালি, ময়লা, বর্জ্য-আবর্জনা সাত দিনের মধ্যে সিটি করপোরেশনকে অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়।

রায়ের কার্যকারিতা চলমান (কন্টিনিউয়াস মেন্ডামাস) রেখে আদালত রায়ে বলেন, এ রায়ের আলোকে ভবিষ্যতে ঢাকা ও আশপাশের এলাকার বায়ুদূষণ রোধে আদালতের কাছে প্রতিকার চাওয়া যাবে।

এর পরও ঢাকার বায়ুদূষণ নিয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এইচআরপিবির পক্ষ থেকে আবেদন করা হলে, শুনানির পর হাইকোর্ট ২০২০ সালের ১৩ জানুয়ারি ৯ দফা নির্দেশনা দেন। নির্দেশনাগুলো হচ্ছে—

১. ঢাকা শহরে মাটি-বালি-বর্জ্য পরিবহনকারী ট্রাক, পিকআপ ভ্যান ভালোভাবে ঢেকে পরিবহন করা;

২. নির্মীয়মাণ এলাকায় মাটি, বালি, সিমেন্ট, পাথরসহ নির্মাণসামগ্রী ঢেকে রাখা;

৩. ঢাকার রাস্তায় নিয়মিত পানি ছিটানো;

৪. ঢাকার রাস্তা, কালভার্ট, কার্পেটিং বা খোঁড়াখুঁড়ি কাজে দরপত্রের শর্ত পালন নিশ্চিত করা;

৫. কালো ধোঁয়া নিঃসরণকারী যানবাহন জব্দ করা;

৬. সড়ক পরিবহন আইন অনুসারে যানবাহনের ফিটনেসের সময়সীমা নির্ধারণ ও ফিটনেসের মেয়াদ উত্তীর্ণের তা বন্ধ করে দেওয়া;

৭. ঢাকা ও আশপাশের এলাকার অবৈধ ইটভাটা বন্ধ করা;

৮. পরিবেশ ছাড়পত্র ছাড়া টায়ার ফ্যাক্টরির অনুমোদন না দেওয়া; যেসব ফ্যাক্টরির পরিবেশ ছাড়পত্র নেই সেগুলো বন্ধ করা।

৯. মল, মার্কেট ও দোকানের প্রতিদিনের বর্জ্য ব্যাগে ভরে রাখা এবং অপসারণ নিশ্চিত করা।

আইনজীবী মনজিল মোরসেদ কালের কণ্ঠকে বলেন, ‘বায়ুদূষণ নিয়ে একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনের বরাত দিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন করে। এসব প্রতিবেদনে ঢাকার রায়ুদূষণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কথা উল্লেখ রয়েছে। তাই জরুরি ভিত্তিতে হাইকোর্টের ৯ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রয়োজন। এমন তাগিদ থেকে সম্পূরক আবেদনটি করা হয়েছিল। শুনানির পর হাইকোর্ট আদেশ দেন। তিন সপ্তাহের মধ্যে ৯ দফা নির্দেশনা বাস্তবায়ন করে অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন উচ্চ আদালত।’

আগামী ৩০ নভেম্বর এ বিষয়ে পরবর্তী আদেশের তারিখ রাখা হয়েছে বলে জানান এই আইনজীবী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
যেমন থাকবে আজকের রাজধানীর আবহাওয়া
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
আইইবি’র ষষ্ঠ বার্ষিক পেপার মিট ২০২৫-এর লোগো ও ট্রফি উন্মোচন
রাজধানীতে আজ কোথায় কী?
রাজধানীতে আজ কোথায় কী?
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে
১০ মাসে ৩ হাজার আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার ঝটিকা মিছিল থেকে