শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

দাম কমলো স্বর্ণের, বর্তমান মূল্য কত?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৮৯০ টাকা কমানো হয়েছে। ফলে এখন থেকে নতুন দাম ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ২৪ সেপ্টেম্বর স্বর্ণে দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয় ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। এটিই ছিলো দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৯০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের এক হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের এক হাজার ৫৪০ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৩০৬ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ
ফের অস্থির পেঁয়াজের বাজার, দাম বেড়েছে ৩০-৩৫ টাকা
ফের অস্থির পেঁয়াজের বাজার, দাম বেড়েছে ৩০-৩৫ টাকা
পুঁজিবাজারে ১৩ কার্যদিবসে সর্বনিম্ন লেনদেন
পুঁজিবাজারে ১৩ কার্যদিবসে সর্বনিম্ন লেনদেন
দেশে ভরিতে ১ হাজার ৫০ টাকা কমলো স্বর্ণের দাম
দেশে ভরিতে ১ হাজার ৫০ টাকা কমলো স্বর্ণের দাম