বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

নিজের জীবনই চলছিলনা, এখন অর্ধশত নারীকে টানছেন উদ্যোক্তা লিজা

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:০৬ পিএম

আফরোজা আক্তার লিজা, যিনি নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে নিয়েছেন আর্থিক সক্ষমতায়, তেমনি অর্ধশত অসচ্ছল নারীকেও স্বাবলম্বী হতে টেনে তুলছেন।

নেত্রকোণা সদরের প্রত্যন্ত গ্রাম পঁচাশিপাড়া গ্রামে এক রক্ষণশীল পরিবারে জন্ম। বিয়ের পর টানাপোড়েনে স্বামীর সংসারেও টিকতে পারেননি। এক সন্তানকে নিয়ে একদিকে রক্ষণশীল পরিবার আরেকদিকে সংসার ভেঙ্গে যায়। এমন পরিস্থিতির পরতে পরতে থাকা বাঁধা ডিঙ্গিয়ে আজ সফল নারী উদ্যোক্তা। নিজে হয়েছেন আত্মনির্ভর।

২০০৩ সালে এসএসসি পাশ করার পর পারিবারিক অনীহায় ইচ্ছে থাকার পরও আর কলেজ জীবনে প্রবেশ করতে পারেননি। ২০০৭ সালে বিয়ে দিয়ে দেয় পরিবার। তখনও আশা ছিল স্বামী,সন্তান নিয়ে সুখের এক জীবন অতিবাহিত করবেন। কিন্তু সংসারে স্বামীর অবহেলা, লাঞ্ছনা, নিপীড়ন হয়ে দাঁড়ায় নিত্যদিনের। দিনের পর দিন এভাবেই এক সন্তানকে নিয়ে ৮ বছর কাটানোর পর আর হয়ে উঠেনি সংসারে থাকা। টিকতে না পেরে সন্তানকে নিয়ে বাবার বাড়ি ফিরে নেমে পড়েন জীবনের অসম যুদ্ধে।

বাবার পঁচাশীপাড়ার গ্রামের বাড়ি থেকে নেত্রকোণা শহরের মালনীরোডর পাটপট্রি এলাকার বাবার বাসায় উঠেন। শৈশবের রপ্ত থাকা সুঁই-সুতাকেই জীবনের পরবর্তী গল্পের আঁধার বানিয়ে এগোতে শুরু করেন। যুব উন্নয়ন অধিদপ্তরসহ অন্যান্য অধিদপ্তর থেকে ব্আফরোজা আক্তার লিজা। যিনি নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে নিয়েছেনে আর্থিক সক্ষমতায় তেমনি অন্তত অর্ধশত জন অসচ্ছল নারীকেও স্বাবলম্বী হতে টেনে তুলছেন। নেত্রকোণা সদরের প্রত্যন্ত গ্রাম পঁচাশিপাড়া গ্রামে এক রক্ষণশীল পরিবারে জন্ম। বিয়ের পর টানাপোড়েনে স্বামীর সংসারেও টিকতে পারেননি। এক সন্তানকে নিয়ে একদিকে রক্ষণশীল পরিবার আরেকদিকে সংসার ভেঙ্গে যায়। এমন পরিস্তিতির পরতে পরতে থাকা বাঁধা ডিঙ্গিয়ে আজ সফল নারী উদ্যোক্তা। নিজে হয়েছেন আত্মনির্ভর।

২০০৩ সালে এসএসসি পাশ করার পর পারিবারিক অনীহায় ইচ্ছে থাকার পরও আর কলেজ জীবনে প্রবেশ করতে পারেননি। ২০০৭ সালে বিয়ে দিয়ে দেয় পরিবার। তখনও আশা ছিল স্বামী,সন্তান নিয়ে সুখের এক জীবন অতিবাহিত করবেন। কিন্তু সংসারে স্বামীর অবহেলা, লাঞ্ছনা,নিপীড়ন হয়ে দাঁড়ায় নিত্যদিনের। দিনের পর দিন এভাবেই এক সন্তানকে নিয়ে ৮ বছর কাটানোর পর আর হয়ে উঠেনি সংসারে থাকা। টিকতে না পেরে সন্তানকে নিয়ে বাবার বাড়ি ফিরে নেমে পড়েন জীবনের অসম যুদ্ধে। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলেন। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বাটিক, বিউটিফিকেশন,সেলাইসহ বিভিন্ন কাজে নেন প্রশিক্ষণ। এছাড়াও যুব উন্নয়ন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন জামায়াত আমির
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন জামায়াত আমির
বুধবার (৫ নভেম্বর) স্বর্ণের নতুন দাম নির্ধারণ
বুধবার (৫ নভেম্বর) স্বর্ণের নতুন দাম নির্ধারণ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
স্বর্ণের নতুন দাম নির্ধারণ