
		নিজস্ব প্রতিবেদক: আগামী ৭২ ঘণ্টার মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা এই আল্টিমেটাম দেন। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তারা বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে শিক্ষার্থীরা প্রস্তুত আছেন। এর আগে সিন্ডিকেট মিটিংয়ে দ্রুত ডাকসু নির্বাচনের বিষয়টি উঠলে এর বিরোধিতার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থীরা।
মন্তব্য করুন