মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চবিতে মার্কেটিং ইন্টারন্যাশনাল কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫৫ এএম

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই দিনব্যাপী মার্কেটিং ইন্টারন্যাশনাল কনফারেন্স চলছে।

গতকাল বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এই কনফারেন্স শুরু হয়।

কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার, বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক এস. এম. নসরুল কদির এবং সম্মেলনের পৃষ্ঠপোষক হিসেবে অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।

এছাড়াও কী-নোট স্পীকার হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের প্রফেসর আতাউর রহমান বেলাল, জাপানের দশিশা ইউনিভার্সিটির প্রফেসর ফিলিপ সুগাই, ভিয়েতনামের ভিএনইউ ইউনিভার্সিটি অব ইকোনমিকস্ এন্ড বিজনেসের হেড অব মার্কেটিং ড. দাও ক্যাম দুই ও সফল কর্পোরেট প্রতিনিধি হিসেবে র‌্যাংকনের সিইও জনাব তানভির শাহরিয়ার রিমন।

এসময় উপস্থিত ছিলেন কনফারেন্সের কো-কনভেনার অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী ও অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, অধ্যাপক ড. ফুয়াদ হাসান, অধ্যাপক ড. মীর হোসেন সোহেল, অধ্যাপক মোঃ বজলুর রহমান ও অধ্যাপক ড. শান্ত বনিকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এছাড়া বিভিন্ন সেশনে দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত সম্মানিত কয়েকজন উপাচার্য ও মার্কেটিং ও ব্যবসায় প্রশাসন বিষয়ের প্রথিতযশা অধ্যাপকবৃন্দ উপস্থিত থাকবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ
ফ্রিজে রাখা খুলি দুই মাস পর বসল চবি শিক্ষার্থীর মাথায়
ফ্রিজে রাখা খুলি দুই মাস পর বসল চবি শিক্ষার্থীর মাথায়
‘এডিটেড ছবি ও অশালীন তথ্য’ ছড়ানোয় মামলা করলেন মোনামী
‘এডিটেড ছবি ও অশালীন তথ্য’ ছড়ানোয় মামলা করলেন মোনামী