
		নিজস্ব প্রতিবেদক : স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়সহ ৭ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার পর রাজধানীর মহাখালীতে কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার হুশিয়াঁরি দেন শিক্ষার্থীরা। এদিকে, সড়ক অবরোধে ভোগান্তিতে পড়েছে আটকে থাকা যাত্রী ও সাধারণ মানুষ।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি, প্রশাসনিক কাঠামো গঠনসহ ৭দফা দাবিতে বুধবার সন্ধ্যা থেকে আমরণ অনশনে নামে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আর বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে সর্বাত্মক অবরোধ কর্মসূচি।
এদিন সকালে কলেজের প্রধান ফটকের সামনের সড়কে বসে পড়ে রাস্তা অবরোধ করে তারা। নিজেদের দাবিতে অনড় থেকে বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে শিক্ষার্থীদের। এর ফলে মহাখালীর আমতলি-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বারবার দাবি তোলার পরও সরকারের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় ক্ষোভ জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে সরকারের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এদিকে, ঘণ্টার পর ঘণ্টা রাস্তাটি বন্ধ থাকায় এই সড়কসহ আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে চলাচলকারীরা।
মন্তব্য করুন