
		অনলাইন ডেস্ক : স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
শুক্রবার ছুটির দিনে কলেজ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। তবে এদিন, সড়ক ছেড়ে দেয়ায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, মৌখিক কোনো আশ্বাসে নয়, দাবি পূরণে কার্যকর উদ্যোগ দেখতে চান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা তাদের।
এদিকে, অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়া তিতুমীর কলেজের ৭ শিক্ষার্থীকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মন্তব্য করুন