মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জাল সনদের হাট কারিগরি বোর্ড!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৫ এএম

নিজস্ব প্রতিবেদক: গত দশ বছর ধরে জাল সনদের হাট কারিগরি শিক্ষা বোর্ড। টাকা দিলেই মেলে সনদ। এইসব জালিয়াতি বন্ধে এবার কঠোর অবস্থানে কর্তৃপক্ষ। বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, জাল সনদ শনাক্ত করতে চলছে ফরেনসিক অডিট। বাতিল করা হবে সব জাল সনদ। একইসাথে দুষ্টচক্রের সবাইকে চিহ্নিত করতে চলছে তৎপরতা।

এই সিস্টেম এনালিস্টের দৌরাত্মে কারিগরি শিক্ষা বোর্ডের অনুত্তীর্ণ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও রোল নম্বর দিয়ে মুহূর্তেই যে কেউ পেয়ে যেতো সনদ। বোর্ডের মূল সনদের কাগজ ব্যবহার করেই দেয়া হতো জাল সনদ। এমনকি অনলাইনেও থাকতো ভুয়া সনদধারীর নাম।

কারিগরি শিক্ষা বোর্ড বলছে, সব ক’টি ট্রেড ও কোর্সের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে সনদ প্রিন্ট দেয়া পর্যন্তপ্রতিটি ধাপের পাসওয়ার্ড মাত্র একজনের দায়িত্বে ছিলো। তারই স্বেচ্ছাচারিতায় বোর্ডের এই বেহাল দশা। কেবল একটি অনুত্তীর্ণ পরীক্ষার্থীর রোল নম্বর পেলেই মিলেছে সাটির্িিফকেট। ৩০ থেকে ৬০ হাজার টাকায় মিলেছে সার্টিফিকেট।

বাংলাদেশ কারিগরি শিক্ষা র্বোডের চেয়ারম্যান মোঃ রাকিব উল্লাহ জানান পরিস্থিতি সামাল দিতে গত কয়েক বছরের সব সার্টিফিকেটের ফরেনসিক অডিট চলছে। জাল প্রমাণিত প্রতিটি সনদ বাতিল করা হবে।

কিছু অসাধু কর্মকর্তা জড়িত থাকলেও এর সাথে বোর্ডের সম্পর্ক নেই বলে জানিয়েছেন চেয়ারম্যান। সনদ শুদ্ধিকরণের পাশাপাশি জালিয়াতির সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
এবার বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে বৃত্তি পরীক্ষায়
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ
প্রাথমিকে হল সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ
ফ্রিজে রাখা খুলি দুই মাস পর বসল চবি শিক্ষার্থীর মাথায়
ফ্রিজে রাখা খুলি দুই মাস পর বসল চবি শিক্ষার্থীর মাথায়
‘এডিটেড ছবি ও অশালীন তথ্য’ ছড়ানোয় মামলা করলেন মোনামী
‘এডিটেড ছবি ও অশালীন তথ্য’ ছড়ানোয় মামলা করলেন মোনামী