
		খুলনা সংবাদদাতা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার কুয়েটের ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীদের নতুন সদস্য অর্ন্তভুক্ত করার ফরম বিতরণকে কেন্দ্র করে দুই গ্র“পের মধ্যে এ ঘটনা ঘটে।
এসময় ছাত্রদলের সাথে আশপাশের বিএনপি নেতাকর্মী এবং বৈষম্যবিরোধীদের সাথে ছাত্র শিবির ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নিলে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন