
		নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষার্থী মাসুদ হত্যায় অভিযুক্ত আসামিদের জামিনে মুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৩ই মার্চ) সন্ধ্যায় ক্যাম্পাসে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।
উল্লেখ্য, গেল ১৮ই ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ৩০০ ফিট এলাকায় সাবেক সেনা কর্মকর্তার ছেলে মবিনের গাড়ি চাপায় ঘটনাস্থলে বুয়েট শিক্ষার্থী মাসুদ নিহত হন। ওই সময় আরো দুইজন আহত হয়। এ ঘটনায় করা তিন আসামির জামিনের মুক্তির খবরে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
মন্তব্য করুন