
		খুলনা সংবাদদাতা : সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় শিক্ষার্থীদের জন্য ২ মে হল খুলে দেওয়া এবং শিক্ষা কার্যক্রম ৪ মে থেকে শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ এসব তথ্য জানান। এদিকে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হল খুলে দেয়ার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে সোমবার অবস্থান কর্মসূচি পালন করে কুয়েটের শিক্ষার্থীরা। পরে সন্ধ্যায় মিছিল করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে হামলা করে বলে অভিযোগ করে সাধারণ শিক্ষার্থীরা। তবে ছাত্রদল দাবী করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির এই হামলা করেছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এসব ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। উপচার্য, উপ উপচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ, ছাত্র রাজনীতি বন্ধসহ ছয় দফা দাবি জানায়। ২৩ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ঢাকায় প্রধান উপদেষ্টার কাছে ছয় দফা দাবি লিখিত আকারে জমা দেন। ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয় কুয়েট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন